প্রাক্তন এমপি আশরাফ হোসেন মারা গেছেন

বিএনপির প্রাক্তন এমপি আশরাফ হোসেন মারা গেছেন



খুলনার সাবেক এমপি মো. আশরাফ হোসেন আর নেই




বিএনপির  প্রাক্তন এমপি মোঃ আশরাফ হোসেন শনিবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন,  জানিয়েছে ইউএনবি ।

ক্যান্সারে আক্রান্ত বিএনপির সাবেক যুগ্মসচিব আশরাফকে ২৫ দিন আগে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার বয়স ছিল ৭৯ বছর। তার পরিবারের জানানো সুত্রে পাওয়া যায় তিনি  সকাল তিনটার দিকে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর নামাজে জানাজা জোহরের নামাজের পর নিকুঞ্জ -২ জামে মসজিদে অনুষ্ঠিত হয় এবং তার পিতামাতার কবরস্থানের নিকটে কুমিল্লায় দাফন করা হবে বলে জানা যায়।

সাবেক এই বিএনপি নেতা চারবারের জন্য খুলনা -৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনবার হুইপ হিসাবে দায়িত্ব পালন করেছেন।


সূত্রঃ প্রথম আলো। 




প্রাক্তন এমপি আশরাফ হোসেন মারা গেছেন প্রাক্তন এমপি আশরাফ হোসেন মারা গেছেন Reviewed by All You Need on July 18, 2020 Rating: 5

No comments:

Beauty

3/Beauty/post-per-tag
Powered by Blogger.